ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
দেয়ালে লিখিত কুরআনে বিষয়ে শরয়ী বিধি-বিধান নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।কিছুসংখ্যক উলামায়ে কেরাম এটাকে জায়েযই মনে করেন।আবার কিছুসংখ্যক উলামায়ে কেরাম এটাকে অপছন্দ করে থাকেন।এজন্য যে,হয়তো তা মানুষের পদতলে পৃষ্ট হতে পারে।(ফাতাওয়ায়ে কাযিখান)এবং বসা বা ঘুমানোর জায়গায় কুরআন লিখা মাকরুহ। (গারাঈব)(ফাতাওয়ায়ে হিন্দিয়া;৫/৩২৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
23
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোমের ভিতরে আল্লাহ পাক এর নাম, কোরআন শরিফ, আয়াতুল কুরছি থাকলে, সেই রুমে সহবাস করা অনুচিৎ। তবে ঢাকা থাকলে নাজায়েয হবে না।
(২) কোরআন তিলাওয়াত চলাকালীন, কুরআনের সাথে অসম্মান মনে হয়, এমন কোনো কাজ করা যাবে না।
(৩) ২০ রা'কাত তারাবিহ সুন্নতে মু'আক্কাদা। সুতরাং ২০ রা'কাতই পড়তে হবে। মোটা হওয়ার কারণে বাদ দেয়া যাবে না বরং ধীরসুস্থে পড়তে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
4047