প্রতি মাসের ১১ থেকে ১৪ তারিখ আমার হায়েজ হয়ে থাকে। কিন্তু এবার সময়মতো না হওয়ায় আমি মেডিসিন নিই পরে হায়েজ হয় ১৭ তারিখ। ১ সপ্তাহ থেকে পরবর্তীতে আবার ৩০ তারিখ হায়েজ হয় এবং এখনো চলমান।
এখন কোনটি হায়েজ হিসেবে গন্য হবে? ঔষধ খেয়ে যেটা না এখন যেটা হচ্ছে সেটা? এমতাবস্থায় কী সিয়াম আদায় করে যাবো?
রোজা না রাখায় কাফফারা ওয়াজিব হয়েছে। আমি উক্ত টাকা ৬০ জন মিসকিনদের না দিয়ে যদি কোনো নলকুপ স্থাপন বা মসজিদ নির্মাণে দিয়ে দিই তাহলে কী আদায় হবে?