আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
112 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ

১] উস্তাযা বারবার নির্দেশ দিতেন তাহাজ্জুদে/নফল নামাজে হিফযকৃত অংশ তিলাওয়াত করতে। এতে হরকত ভুল হলে বা কোনো আয়াত ভুলে ফেলে গেলে বা কোনো হরফ ভুলে ফেলে গেলে কি করণীয়? [তিলাওয়াত শুদ্ধ আলহামদুলিল্লাহ]

আর আমি নামাজে একটা সুরা তিলাওয়াত করতেছি কিন্তু মাঝখানে ভুলে গেলাম, এরপর বাসমালাহ পাঠ করে কি অন্য সুরায় যেতে পারবো?

২] আম্মুর বয়স ৩৮ বছর, কিন্তু উনার তিলাওয়াতে কিছু হরফ এবং তাজবীদ ভুল। যথেষ্ট শিক্ষিত মা শা আল্লহ তাও কুরআন শিখতে আগ্রহ নেই, এক্ষেত্রে উনার করণীয় কি?

৩] আমার এক ক্লাসমেট হারামের প্রস্তাব দেয়, গ্রহণ না করাতে আমার আইডি হ্যাক করে আমার ছবি পায়, সেগুলো নিয়ে ব্ল্যাকমেইল করে, এখন আমার ছবি ওর কাছে আছে, এতে কি আমার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (565,920 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। 

মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮

বিস্তারিত জানুনঃ  

যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময় অর্থ বিগড়ে গেলে সকলের মতেই  নামায ফাসিদ হয়ে যাবে।

তবে নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো  অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।  

আরো জানুনঃ-  

নামাজের মধ্যে কিরা'আতে কোনো ভুল হওয়ার পর সেটি শুধরিয়ে নেওয়ার দ্বারা সেই ভুল আর কোনো ক্রিয়া করবেনা।
নামাজ হয়ে যাবে।
(ফাতাওয়ায়ে হক্কানীয়া ৩/১৭৮)

ফাতাওয়ায়ে আলমগীরী ১/৭২ তে আছেঃ
لو قرأ في الصلاة بخطأ فاحش ثم رجع وقرأ صحيحا قال عندي صلاته جائزة
সারমর্মঃ 
কেহ যদি নামাজে স্পষ্ট ভুল পড়ার পর তাহা শুধরিয়ে নেয়,তাহলে নামাজ হয়ে যাবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে হরকত ভুল হলে বা কোনো আয়াত ভুলে ফেলে গেলে বা কোনো হরফ ভুলে ফেলে গেলে ঐ রাকাতেই তাহা আবারো ঠিক করে নিবেন।

ঠিক করতে না পারলে হরকত আর হরফের সমস্যার ক্ষেত্রে নামাজ ফাসেদ হওয়ার মতো অর্থ বিগড়ে গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে।

অন্যথায় নামাজ ফাসেদ হবেনা।

কোনো আয়াত ভুলে গেলে পূর্ববর্তি আয়াত থেকে আবারো পাঠ করে মনে করার চেষ্টা করবেন।
না পারলে রুকুতে চলে যাবেন,বা পরবর্তী আয়াত থেকে পাঠ করতে পারবেন।

(০২)
এক্ষেত্রে নামাজের জন্য সুরা ফাতেহা সহ কমপক্ষে ৫ টি সুরা শুদ্ধ করে মুখস্ত করতে বলবেন।

এবং কুরআন শুদ্ধের জন্য নিয়মিত নসিহত করবেন।

(০৩)
না,এতে আপনার গুনাহ হবেনা।
পরামর্শঃ-
আপনি নিজের আইডি ডিলিট করে দিবেন।
অথবা সেখানে আর কোনো ছবি রাখবেননা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (24 points)
১) উস্তায আমার তাহাজ্জুদ ও তারাবীহ ফাসিদ হয়েছে, এখন আজ পর্যন্ত যত রাকাত ফাসিদ হয়েছে তার সবগুলোই কি কাযা আদায় করবো? আনুমানিক সংখ্যা ও মনে আসছেনা

২) আম্মুকে কি কুরআন তিলাওয়াতের পরিবর্তে তিলাওয়াত শ্রবণ করার নির্দেশ দিবো? 
by (565,920 points)
উক্ত নামাজ গুলির কাজা আবশ্যক হবেনা।

আপনার আম্মুকে কুরআন শ্রবনের পরামর্শ দিতে পারেন।
তবে শুদ্ধ ভাবে কুরআন শেখার জোড় তাগিদ দিবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 666 views
0 votes
1 answer 124 views
...