আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রতি বছর রোজার সময় আমার এই সমস্যা টা হয়।
১। ২ দিন আগে গোসল করার সময় মনে হল যে মুখে পানি গেছে, এখন আমার যতটুকু মনে পড়ে গলার ভিতরে পানি যায় নি, এখন এইটা নিয়ে টেনশনে আসলে গেছি কিনা, এখন আমার রোজা কি হবে?
২। আজকে অজু করার সময় নাকে পানি দেওয়ার সময় মনে হলো পানি মনে হয় ভিতরে গেছে, কিন্তুু আমি সঠিক বুঝতে পারতাছি না আসলে কি পানি গেছে নাকি যায় নি, এইটা নিয়ে খুব টেনশনে আছি , এখন আমার রোজা কি হবে??
৩। আজকে সেহরি করার একদম শেষ সময় মানে সেহরি খাওয়ার সময় মাএ শেষ হলো এই সময় ঢেকুর আসছিলো গলা পযন্ত একটু খাবার উঠছিলো আমি সাথে গিলে ফেলেছি কারণ মাএ খাবার থেকে উঠলাম, এখন এর কারনে রোজার কোন সমস্যা হবে কি?