আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু,
হুজুর আমি কিছু student পড়াই। তো এই পড়ানোর ক্ষেত্রে কোনো মাসে এমন হয় যে- আমার কোনো এক student এর পরীক্ষা শুরু হলে, ঐ student কে সম্পূর্ণ মাস পড়াতে পারি না,আংশিক মাস পড়াতে পারি, ঐ student এর পরীক্ষার জন্য সে নিজেই আমার কাছে পড়া off রাখে।অর্থাৎ সে হিসেবে এক মাসে যেখানে ঐ student কে ১৬ থেকে ১৭ দিন পড়ানোর কথা, সেখানে ৮ থেকে ৯ দিন পড়াতে পারি। এখন আমি কি সম্পূর্ণ মাসের বেতন চাইতে বা নিতে পারবো এবং এটা নেওয়া কি জায়েজ হবে?