১)আসসালামু আলাইকুম।আমি একজন মেয়ে আমি তিনদিনের জন্য ইতেকাফ করতে চাই।আমি বাসায়ই ইতেকাফ করতে চাই।বাসায় যেখানে সবসময় নামাজ পড়ি এমন রুমে।এখন এই তিন দিন ২৫ রমাদান থেকে ২৭ রমাদান পর্যন্ত করতে চাচ্ছি। এভাবে কি করা যাবে?১০ দিনের যেকোনো তিনদিন, নাকি একদম শেষের তিনদিনই ইতেকাফ করতে হবে?
২) আমাদের পাশের বাসায় এক হাফেজ আছে যিনি কাউকে কুফুরি করা হয়েছে কি না জানার জন্য নতুন বদনায় পানি নিয়ে তার উপর কুরআন রেখে তার উপর সন্দেহভাজন ব্যাক্তির নাম লিখে কি যেন পরে,,তারপর নাম দেওয়া ব্যাক্তিটি যদি কুফুরি করে থাকে তবে তার নামে কুরআন ঘুরে। এটা করা কি জায়েজ? আবার ইনি শত্রুকে ধ্বংস করার জন্য একটি কাচি পড়ে দেন,সেটা শত্রুর চলার রাস্তায় সূরা ফাতিহা পড়ে মনে মনে শত্রুর নাম নিয়ে সাতটি দাগ কাটতে হয়,এটা কি জায়েজ আছে?