আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১/ কেউ যদি রমজানের শেষ দশ দিন সুন্নত ইতিকাফের নিয়ত করে এরপর ইতিকাফরত অবস্থায় তার হায়েজ শুরু হয়ে যায় তাহলে পরবর্তীতে কি তাকে বাকি সবগুলো দিনের ইতিকাফ রোজা সহ কাজ করতে হবে ?
২/ কেউ যদি শেষ দশ দিন সুন্নত ইতিকাফ এর নিয়ত না করে, বরং দু এক দিন বা কিছু সময়ের জন্য নফল ইতিকাফের নিয়ত করে এবং এই নফল ইতিকাফরত অবস্থায় যদি তার হায়েজ শুরু হয় তাহলে পরবর্তিতে কি তাকে নিয়ত করা দিনগুলোর বা নিয়ত করা সময়গুলোর কাযা ইতিকাফ পালন করতে হবে ?