আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
594 views
in সালাত(Prayer) by (10 points)

আসসালামুআলাইকুম শায়খ,

আমার এলাকার গলিতে কিছু কুকুর আছে। ওদেরকে আমি প্রতিদিন খাবার দেই। ওরা আমার খুব ভক্ত। দুর থেকে আমাকে দেখলে আমার দিকে দৌড়িয়ে আমার কাছে আসে। শায়খ, এখন আমার কিছু প্রশ্ন আছে

  1. ওদের শরীর যদি আমার কাপড়ের বা শরীরের সাথে স্পর্শ হয়, তাহলে কি নাপাক হয়ে যাবে? যদি নাপাক হয়ে যায়, পাক হওয়ার পদ্ধতি কি? এতে কি আমার নামাজের ক্ষতি হবে?  
  2. ফজরের নামাজ আমি মসজিদে পড়তে পারিনা অন্ধকারে বের হলে ভয় লাগে ওদের কারণে কুকুরগুলো তখন আমাকে দেখলে আরো বেশি লাফালাফি শুরু করে ফলে আমি বাসায় ফজরের নামাজ পড়ি ইচ্ছা থাকার পরও কুকুরগুলোর কারণে মসজিদে ফজরের নামাজ পড়তে না পারার কারণে বাসায় ফজরের নামাজ পড়লে কি মসজিদে নামাজ পড়ার সওয়াব পাবো?

 আলহামদুলিল্লাহ। বাকি ৪ ওয়াক্ত আমি মসজিদে নামাজ আদায় করতে পারি। তখন খুব বেশি সমস্যা হয় না  

1 Answer

+1 vote
by (597,330 points)

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

  •  (১)ইবনে নুজাইম রাহ লিখেন,
 وَإِنَّمَا الْخِلَافُ فِي نَجَاسَةِ عَيْنِهِ، فَظَهَرَ بِهَذَا أَنَّ الْكَلْبَ طَاهِرُ الْعَيْنِ بِمَعْنَى طَهَارَةِ عَظْمِهِ وَشَعْرِهِ وَعَصَبِهِ 
কুকুর নজসে আইন কি না? সে সম্পর্কে মতবিরোধ রয়েছে।কুকুর বাহ্যিকভাবে পবিত্র।তথা তার হাড্ডি,পশম,রগ ইত্যাদি পবিত্র।তবে তার গোশত এবং মুখের লালা অপবিত্র।(বাহরুর-রায়েক-১/১০৮)

শুকনা কুকুর মানুষের শরীর বা কাপড়ে লেগে গেলে তা নাপাক হবে না।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২৩৩)

কুকুরের লালা অপবিত্র।যদি কুকুরের শুকনা শরীর কাপড়ে লাগে তাহলে এর দ্বারা সেই কাপড় নাপাক হবে না।নামায পড়ার জন্য সেই কাপড়কে ধৌত করাবাবা বদলানো কিংবা পরিবর্তন করা কিছুই জরুরী নয়।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২৭৫)

সু-প্রিয় পাঠকবর্গ!
কুকুরের শরীর শুকনা থাকলে,এবং তাতে কোনো প্রকার নাজাসত লেগে না থাকলে, উক্ত কুকুর কারো শরীর বা কাপড়ের সাথে লেগে গেলে সেই শরীর বা কাপড় নাপাক হবে না। 

  • (২) ঘরের নামাযের সওয়াব এবং মসজিদের নামাযের সওয়াব কখনো সমান হবে না। উক্ত কুকুর থেকে রেহাই পাওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে।হয়তো কুকুরকে জলাতঙ্কের ইনজেকশন প্রদান করুন নতুবা পড়া প্রতিবেশীকে সাথে নিয়ে এগুলোকে দমানোর চেষ্টা করুন কিংবা হত্যা করুন- কুকুর থেকে রেহাই পাওয়ার পূর্ব পর্যন্ত বাড়ীতে নামায আদায় করতে পারবেন।রুখসত থাকবে। কুকুর হত্যা সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এর হাদীস - প্রথমে রাসূলুল্লাহ সাঃ কুকুর নিধনের আদেশ প্রদাণ করেন। যখন দেখলেন যে, সবাই কুকুর নিধনে এমনভাবে ব্যস্ত হয়ে যাচ্ছে যে, এ প্রজাতি একদিন হারিয়ে যাবে।যাকে আল্লাহ মানব জাতীর ফায়দা তথা পরিবেশ রক্ষার জন্য সৃষ্টি করেছেন।তাই পরবর্তীতে ব্যাপকতাকে সীমিত করে নির্দিষ্ট কিছু প্রজাতির কুকুরকে হত্যা করার নির্দেশ দেন। যেমনঃ হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাযি থেকে বর্ণিত,
 ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﻐﻔَّﻞ ﻋﻦ ﺍﻟﻨَّﺒﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ :  ﻟَﻮْﻻَ ﺃَﻥَّ ﺍﻟﻜِﻼَﺏَ ﺃﻣَّﺔٌ ﻣِﻦَ ﺍﻷﻣَﻢِ ﻷﻣَﺮْﺕُ ﺑِﻘَﺘْﻠِﻬَﺎ ﻓَﺎﻗْﺘُﻠُﻮﺍ ﻛُﻞَّ ﺃﺳْﻮَﺩَ ﺑَﻬِﻴﻢٍ
রাসূলুল্লাহ সাঃ বলেন- যদি কুকুর প্রাণীজগৎ এর এক প্রকার না হত,তাহলে আমি কুকুরের জাতকে নিধনের হুকুম দিতাম।এখন তোমরা নিখুঁত কালো কুকুর) দেখে দেখে হত্যা করো। (সুনানে তিরমিযি-১৪৮৬,সুনানে আবু-দাউদ-২৮৪৫,সুনানে নাসাঈ-৪২৮০,সুনানে ইবনে মা'জা-৩২০৫) 

রাসূলুল্লাহ সাঃ প্রথমে ব্যাপকহারে কুকুর নিধনের আদেশ দিয়েছিলেন।পরবর্তীতে যখন দেখলেন যে,সবাই যেভাবে কুকুর নিধনে ব্যস্ত তাতে প্রাণীজগৎ এর একটি জাত সম্পূর্ণরূপে নিধন হয়ে যাবে তখন কিছু প্রজাতির কুকুরকে নির্দিষ্ট করে হত্যার নির্দেশ দেন। যেমন চাঁন কাপালি নিখুঁত কালো কুকুরকে হত্যার নির্দেশ প্রদাণ করেন- 
হযরত জাবের রাযি থেকে বর্ণিত,
 ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﺃﻣَﺮَﻧﺎ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑِﻘَﺘْﻞِ ﺍﻟﻜِﻼﺏِ ، ﺣَﺘَّﻰ ﺇِﻥَّ ﺍﻟﻤَﺮْﺃﺓَ ﺗَﻘْﺪُﻡُ ﻣِﻦَ ﺍﻟﺒَﺎﺩِﻳَﺔِ ﺑِﻜَﻠْﺒِﻬَﺎ ﻓَﻨَﻘْﺘُﻠُﻪُ ، ﺛُﻢَّ ﻧَﻬَﻰ ﺍﻟﻨَّﺒﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋَﻦْ ﻗَﺘْﻠِﻬَﺎ ، ﻭَﻗَﺎﻝَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺑِﺎﻷﺳْﻮَﺩِ ﺍﻟﺒَﻬِﻴﻢِ ﺫِﻱ ﺍﻟﻨُّﻘْﻄَﺘَﻴْﻦِ ﻓَﺈﻧَّﻪُ ﺷَﻴْﻄَﺎﻥٌ  
রাসূলুল্লাহ সাঃ আমাদের কুকুর নিধনের আদেশ দিয়েছিলেন।তখন গ্রাম থেকেও কোনো মহিলা কুকুর নিয়ে আসলে সেটাকেও আমরা হত্যা করে ফেলতাম।অতঃপর রাসূলুল্লাহ সাঃ আমাদেরকে ব্যাপকহারে কুকুর নিধন থেকে নিষেধ করে আমাদেরকে বললেন,তোমরা নিখুঁত কালো ও চাঁন কপালি কুকুর দেখে হত্যা করো, কেননা এটা শয়তান। (সহীহ মুসলিম-১৫৭২)

এবং পাগলা কুকুর কে হত্যা করার নির্দেশ প্রদাণ করেন- হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الحَرَمِ: الفَأْرَةُ، وَالعَقْرَبُ، وَالحُدَيَّا، وَالغُرَابُ، وَالكَلْبُ العَقُورُ "
রাসূলুল্লাহ সাঃ বলেন, পাচঁ প্রকার প্রাণী অধিক ক্ষতিকারক। এদেরকে হারামেও (সীমানার মধ্যে)হত্যা করা যায়।এগুলো হল, বিচ্ছু, ইঁদুর,চিল,কাক ও পাগলা কুকুর। (সহীহ বুখারী-৩৩১৪,সহীহ মুসলিম-১১৯৮) 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
জাযাকাল্লাহু খইরন জাযীলান শায়খ
by (597,330 points)
জাযাকাল্লাহু খাইরান

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 824 views
0 votes
1 answer 348 views
...