আসসালামু আলাইকুম
১) যদি আমি কাপড় পাক করার জন্য ধুই:- যেমন বালতিতে যদি একসাথে শার্ট আর প্যান্ট চুবাই বালতির পানিতে এইভাবে করে আলাদা করে নিংড়িয়ে নেই, তারপর পানি পালটে আবার নতুন পানি নিয়ে আবার একসাথে প্যান্ট আর শার্ট চুবাই আবার নিংড়াই, আবারো যদি একসাথে চুবিয়ে পরে আবার নিংড়াই এইভাবে কি কাপড় পাক হবে? মোটকথা একসাথে একাধিক বা ততোধিক কাপড় উপরোক্ত উপায়ে পাক হবে কিনা?
২) কাপড় ধোয়ার ক্ষেত্রে কি বালতিতে প্রত্যেকবার নতুন করে পানি নিতে হবে? একবার পানি নিয়েই যদি সেইখানে কাপড় চুবাই আর নিংড়াই এইভাবে পাক হবেনা?
৩) বালতিতে যদি পানির কল ছেড়ে দিয়ে বালতিতে পানি পড়তে থাকে (নতুন করে আলাদা পানি না নিয়ে) আর আমি কাপড় চুবিয়ে চুবিয়ে নিংড়াতে থাকে এইভাবে পাক হবে কিনা?
৪) আমি আই ও এম এর আলিম কোর্সের ২৪১১ ব্যাচে এডমিশন নিয়েছি। আমি এখন কুরআন অনেকটাই পড়তে জানি আলহামদুলিল্লাহ। তবে এখন রমাদান হওয়ায় মাশক করার সুযোগ নেই, সব ক্লাস বন্ধ। নিজেও জানিনা কতোটা শুদ্ধ করে পড়ি। কিন্তু আমি এই রমাদানেই কুরআন একবার পুরোটা পড়তে চাচ্ছি। এইভাবে কি কুরআন খতম দেয়া যাবে কিনা? উল্লেখ্য যে, এখনো আমার অনেক জায়গায় পড়তে গিয়ে আটকে যাই, শব্দগুলো একটু দেখে নিয়ে পড়তে হয় (শব্দ সময় নিয়ে দেখে বুঝতে পারি এর পরিমাণ ই বেশি), এক্ষেত্রে তো সময় বিলম্ব হয়, তো আয়াতের মাঝখানেই যদি এমন শব্দ আসে, যেটা পড়তে উচ্চারণ করতে আমার সময় লাগে এক্ষেতে কিছুটা দেরিতে সেই শব্দটা উচ্চারিত করলে কি আমার গুনাহ হবে? বা তিলাওয়াতের অর্থের বিকৃতি হবে? আমি যদি সব মাখরাজ+তাজবীদ+গুন্নাহ+ক্বলক্বলা যতো নিয়ম আছে সবগুলো নিয়ম মেনেই তিলাওয়াত করি, এইভাবে কি তিলাওয়াত করা যাবে?