আসসালামু আলাইকুম।উস্তায,গত ১৪ মার্চ আমরা সফরের দূরত্বে বের হই নানীশাশুড়ী অসুস্থ তাই দেখতে আসার জন্য,কয়দিন নির্দিষ্ট ছিল না তবে ১৫ দিনের কমেই চলে যাওয়ার কথা ছিল।কিন্তু ১৫ দিনের বেশি গিয়েছে কিন্তু যাওয়া হয় নি।আমরা কিএখনো কসর পড়বো নাকি সাধারণ স্বলাত পড়বো? ফিকহের ক্লাসে উস্তায পড়িয়েছিলেন সফরের ১৫ এর কম দিনের নিয়তে বের হলে কাজ শেষ না হলে পুনরায় সময় বাড়িয়ে নিতে,এজন্য ১৫ দিনের পর আবার ১৫ দিনের নিয়ত করেছিলাম।এটা কি ঠিক হবে নাকি এখন মুক্বীম হয়ে পড়বো? ১৫দিন পর মুক্বীম হয়ে গেলে কি যে ২ দিন কসর পড়েছি এটা কাযা করতে হবে?