আসসালামু আলাইকুম শায়েখ।
আমি জীবিকার উদ্দেশ্যে আজ ২০ রমজান দিবাগত রাত ১.৩০ মিনিট এ বিমানে উঠবো,, আমি তো সৌদি গেলে ২১ রমজান হয়ে যাবে। সেহেরি খাবো হয়তো বিমানে। আর আমার অবতরণের সময় ভোর ৫:১০। বের হতে হতে সৌদির সময় ৮.০০ টা। ফজরের নামাজ ভিতরে পড়তে না পারলে কাজা হওয়ার সম্ভাবনা আছে।
আমার প্রশ্ন হলো : আজকে সবাই ২০ রমজানের সেহেরি খাবে। তো আমি কী ২১ রমজানের সেহেরীর নিয়্যত করে সেহেরী খাবো? না ২০?
আর ১টি রোজা পাবো না ওই রোজা কী পরে রাখতে হবে?
নামাজ : নামাজ কাযা হলে কী সমস্যা হবে?
এটা কী সফরের নামাজের কাযা নিয়্যত করে আদায় করবো?