আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকতুহ
উস্তাদ আমি নিচের প্রশ্ন গুলো নিয়ে জানতে চাই।
১. নামাযরত অবস্থায় আমার সামনের কাতারে দাঁড়ানো ব্যাক্তির সিজদাহ দেওয়ার সময় প্যান্ট নিচে নেমে গেলে উনার সতর দেখা গেছে, আমি উনার সতর দেখার কারণে কি আমার নামায ভেঙে যাবে?
২. সুন্নাত, ফরজ ও নফল সালাতরত অবস্থায় আমি যখন কুরআন তিলাওয়াত করতেছি তখন আমার পাশে বসে থাকা অথবা সালাতরত অবস্থায় কোনো মুসল্লি আমার করা তিলাওয়াত একটু একটু শুনতে পেলে কি আমার নামায ভেঙে যাবে?