আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওস্তাজ আমি ছোটোবেলা থেকেই আমার পরিবার সহ আত্মীয় স্বজনদের মাজার পূজা করতে দেখে আসছি।তখন মনে হতো অদ্ভুত আমরা মুসলমান অথচ হিন্দুদের সাথে ধর্মের এমন মিল কেন? পীরকে ভক্তি দেয়া,কবরে ভোগ দেয়া বাৎসরিক অনুষ্ঠানে ও হিন্দু প্রথার সাথে মিল রেখে অনেক কিছু করা হয়।
আমার পরিবার আমাকে কোনোকিছুর জন্য জোড় করে নি,এইগুলো বিশ্বাস করি না,মানি না, ঠিক আছে,এতে আমার আাসা লাগবে না। আমাকে ও কেউ জোড় করবে না।
আমি দ্বীনের বুঝ পেয়েছি বেশি দিন হয় নি,জ্ঞান ও খুব কম আর সাহস ও।বড়দের নসিহাহ করতে পারি না কিছু বলতে গেলে বলে যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না।আর কোনো কথাশুনে ও না বরং সম্পর্ক নষ্ট হয়।আমিও ওনাদের জোর করতে পারি না, কোনোভাবে।ওনারা এইগুলোর একদম গোড়া,মানুষ এইসব শেখে ওনাদের কাছে।
এখন আমার করনীয় কী, আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে আমি কি জবাব দিব।শিরক এর মত ভয়াভহ অপরাধ, নিজের বাবাকে ও ফেরানোর উপায় নেই।
ওনাদের আকীদাহ ভয়াভহ রকম,সেদিন একজন বলছিলো হিন্দু রা ও বেহেশতে যাবে, আবার আরেকজন নবীজি (স.) এর প্রশংসা করতে গিয়ে বলে আল্লাহ ও নাকি নবিজীর জিকির করে,,আরও অনেক কিছু। এসব দেখে নাউজুবিল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় নেই আমার।