ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তখন আপনার কথাগুলো ছিলো
" আমি আমার স্ত্রীকে এক তালাক বায়েন দিলাম। আজকে থেকে সেও আমাকে স্বামী হিসেবে দাবি করবে না আমিও তাকে স্ত্রী হিসেবে মনে করি না।"
এরকম কথাবার্তার কারণে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যবর্তী এক তালাক বায়েন পতিত হবে। আপনারা আবার নতুন বিয়ের মাধ্যমে সংসার শুরু করতে পারবেন।
الھدایة: (257/2، ط: دار احیاء التراث العربی)
وإذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائھا؛ لأن حل المحلیة باق لأن زواله معلق بالطلقة الثالثة فینعدم قبله.
فی الفتاویٰ الهندية:
"إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها."(ج:۱،ص:۴۷۲، فصل فيما تحل بہ المطلقۃ وما يتصل بہ،:طبع : ماجدیہ)
في بدائع الصنائع في ترتيب الشرائع (3 / 187):
"وَإِنْ كَانَ بَائِنًا فَإِنَّهُ يُوجِبُ زَوَالَ الْمِلْكِ."