ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হালাল পশুর যে ৭টি অঙ্গ হারাম সেগুলো হলো-
১- প্রবাহিত রক্ত।
২- নর প্রাণীর পুং লিঙ্গ।
৩- অন্ডকোষ।
৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।
৫- মাংসগ্রন্থি।
৬- মুত্রথলি।
৭- পিত্ত।
মাংসগ্রন্থি যাকে আরবীতে গুদ্দাহ বা গুদুদ বলা হয়।
প্রাণীর ঐ অংশকে মাংসগ্রন্থি বলা হল, যে অংশ
রক্ত জমাট বাঁধার ধরুণ গোস্তে গিট্ট বা টিউমারের মত কোনো অংশে পরিণত হয়, যার চতুরপার্শে চর্বি সংযুক্ত থাকে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৭/২৯৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গরুর খিরি দ্বারা আপনি কি উদ্দেশ্য নিয়েছেন? উপরোক্ত সাতটি জিনিষ ব্যতিত অন্যসব হালাল।
(২) গরুর/মুরগির গিলা,গুরদা খাওয়া জায়েয।
গরুর/মুরগির গিলা/গুরদাকে মাংসগ্রন্থি বলে না।
(৩) সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এই বাক্যটি নবীজির সুন্নাহ মুতাবেক সঠিক নয়।
(৪) সে যেখান থেকেই আপনাকে দেউক না কেন? আপনার জন্য নাজায়েয হবে না।কেননা আপনি তো আপনার প্রাপ্য হক নিয়েছেন।
(৫) ভিডিও দেখা হারাম ও নাজায়েয। এগুলো আর কখনো দেখবেন না।