ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﺟَﺰَﺍﺀ ﺳَﻴِّﺌَﺔٍ ﺳَﻴِّﺌَﺔٌ ﻣِّﺜْﻠُﻬَﺎ ﻓَﻤَﻦْ ﻋَﻔَﺎ ﻭَﺃَﺻْﻠَﺢَ ﻓَﺄَﺟْﺮُﻩُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই।
সূরা আশ-শুরা-৪০ এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/27748
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি ঐ জালিমের জুলুম থেকে বাঁচার কোন পথ না থাকে, তাহলে এভাবে দু'আ করা যেতে পারে যে, 'হে অাল্লাহ জালিমের তাকদীরে হেদায়ত থাকলে, তাকে হেদায়ত দান করেন, যদি তাকদীরে হেদায়ত না থাকে, তাহলে তাকে দৃষ্টান্ত বানিয়ে নাও।
সুতরাং
কেউ কাছের মানুষের দ্বারা অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে যদি সেই মানুষটার মৃত্যুর জন্য দু'আ করে ফেলে, তাহলে এই বদ'দুআ উল্টো বোনটার উপর পতিত হবে না। কেননা সে নির্যাতিত নিপিড়িত। হ্যা, ঐ জুলুমকারীর জন্য যা কল্যাণকর সেটাই আল্লাহ ফয়সালা করবেন।