আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। উস্তায আমার দুবছর যাবত প্রায় সাড়ে ছয় ভরী গহনা আছে। গত ছয় মাস যাবত আমার ৪৫ হাজার টাকা আছে জমা। এ টাকা টা আমার মা দিয়েছে, আমাকে দেয়ার নিয়তে তার কাছে ৫ মাসের মতো ছিলো। টাকাটা খুব শীঘ্রই খরচের ইচ্ছে আছে।
১। আমার গহনা + টাকা মিলে কি যাকাত দিতে হবে? দিতে হলে কিভাবে?
২. আমার নিয়তে রেখেছে ৫ মাস + আমার কাছে আছে ৬ মাস যাবত। তাহলে আমি কি ১১ মাস হিসেবে ধরবো??