আসসালামু আলাইকুম
১) ইচ্ছাকৃত রোজা ভাংগলে বা রোজা না রাখলে কাফফারা বা কাযা কিভাবে আদায় করা লাগবে?
২) ইচ্ছাকৃত হস্তমৈথুন করে কেও রোযা ভেংগে ফেললে শুধু কি রোযা কাযা করলেই হবে? নাকি কাফফারাও দিতে হবে?
৩) বালেগ হওয়ার পর থেকে দ্বীনের বুঝ না থাকার কারণে জীবনের অনেক রমাদান হেলায়-খেলায় কাটিয়ে দিয়েছি, সেই রোযাগুলোর কাযা/কাফফারা কিভাবে কি আদায় করবো?
৪) রমজান মাসের ১৩/১৪/১৫ তারিখ কি আইয়্যামে বীজের রোজার নিয়ত করা যাবে? এতে কি এই ৩ দিন আইয়্যামে বীজ+চলমান রমজানের রোযা রাখার নিয়ত করা যাবে? এতে কি চলমান রোজা+আইয়্যামে বীজ ২ টারই সাওয়াব হবে?