আসসালামু আলাইকুম ।
১) আমার কাছে সাড়ে সাত ভরির কিছু স্বর্ণ আছে। আর কিছু টাকা আছে ।যা হাতে থাকার কয়েকদিন পর খরচ হয়ে গিয়েছিল ।এখন কিছুদিন যে টাকা টা ছিলো অইদিন থেকে এক বছরের দিন কিছু টাকা হলে আমার কি জাকাত দিতে হবে? বছরের মাঝখানে শুধু স্বর্ণ টা ছিলো টাকা ছিলো না ।
২) আমি মেয়ে।ছোট কাল থেকে মাস্টারবেশন করতাম । এটা যে মাস্টারবেশন তা আমি জানতাম না। আর গুনাহ যে হয় তা জানতাম না। এটা বেশিরভাগ রাতে করতাম ।দিনে কম করতাম ।এখন বালেগ হওয়ার পর যে রোযা রাখছি অইগুলার কি হবে ।রোজার সময় দিনে করেছি কিনা মনে নাই। এটা ৪,৫ বছর আগের কথা। এজন্য মনে নাই। এখন আমি কি করবো।