আমার একটা কন্যা সন্তান হয়েছিলো। কিন্তু জন্মগত ত্রুটির জন্য তিনদিনের দিন হতেই চিকিৎসা চলছিলো আর চিকিৎসার বেশিরভাগ খরচ আমার ভাসুর দিয়েছিলেন। ১৪ তম দিনে ওর আকিকা সম্পূর্ণ হয় এবং তাও আমার ভাসুর দিয়েছিলেন। আমি আর আমার স্বামী দুজনই চাকরিজীবী। কিন্তু মানসিক অবস্থা ভালো ছিলো না তখন আমাদের তাই সবকিছু ভাসুর দেখেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আকিকার টাকাটা কি আমার ভাসুরকে দিতে হবে নাকি না দিলে আকিকা সম্পূর্ণ হবে না?