ইমারজেন্সি জানার ছিল।খুব কনফিউশন হচ্ছে।
হায়েজের ৩ দিন ৩ রাত কি এভাবে ধরে যে, ১ম দিন রক্ত দেখার সময় থেকে ১০ দিনের ভিতরে মোট মিলিয়ে ৩ দিন সামান্য করে রক্ত দেখলেও হায়েজ।নাকি এক নাগারে তিন দিন রক্ত দেখতে হবে?
আমার ১৩ই মার্চ সন্ধ্যার সময় মানে ৩ রোজার শুরুতে সামান্য লালচে দেখা যায়।এরপর ১৫ তারিখ সন্ধ্যার শুরুতে আবার হালকা একটু দেখা যায়।এর মধ্যকালিন সময় এবং এর পরের সময় গুলোতেও স্পষ্ট সাদা স্রাব দেখা যায়।ইস্তেহাযা ভেবে নামাজ -রোজা আদায় করি। এরপর ১৩ তারিখ থেকে ৭/৮ দিনের মাথায়, ২০ তারিখ সেহেরির সময় আবার ব্লিডিং দেখা যায়,১৩/১৫ তারিখ খুবই সামান্য পরিমাণ সাদা স্রাবের সাথে লালচে ছিল।এই বার একটু বেশি।তবে থেমে থেমে একটু একটু।আজকে ২৩ তারিখও এমন।
গত জানুয়ারিতে লাস্ট পিরিয়ড হয়েছিল। তাও সামন্য সামান্য করে ৭/৮ ছিল।(আগে থেকে পিরিয়ড ইরেগুলার, ইস্তেহাযারও হিস্ট্রি আছে)
এখন কি ১৩ তারিখ সন্ধ্যার পর থেকে হিসাব করবো? তাহলে তো আজ ২৩ তারিখ সন্ধ্যা থেকে নামাজ পড়তে হবে।কিন্তু এখনো পিরিয়ডের ব্লিডিং এর ধরনের মতোই ব্লিডিং হচ্ছে(তবে প্যাড ইউজ করা লাগছে না)।কিন্তু ১৩ তারিখ সামান্য স্রাবের সাথে লালচে ছিল।এরপর আবারও স্পষ্ট সাদা স্রাব। ১৫ তারিখ সামান্য, আবারও স্পষ্ট সাদা স্রাব।
আমি আজ সন্ধ্যা থেকে নামাজ পড়বো?মাগরিব পড়বো? নাকি ২০ তারিখ ধরে পিরিয়ডের ডেট গণনা করবো?