আসসালামু আলাইকুম
আমি আগে Fiverr এ ফ্রিল্যান্সিং করতাম। যা একটি ইসরাইলী প্লাটফর্ম। ইসরাইল-গাযা যুদ্ধের পরে আমি সেখানে কাজ করা বন্ধ করে দিই। কিন্তু আমার ভাই সেখানে এখনো কাজ করেন, তার আর কোনো ইনকামের উৎস নেই। আমরা দুইজনেই ছাত্র। এখন সে আমার কাজ থেকে বিভিন্ন সময়ই সেই জায়গায় কাজ করার রিলেটেড বিভিন্ন সাহায্য চেয়ে থাকে। আমার কি তাকে সাহায্য করা উচিত হবে? আমি সেখানে কাজ না করার কারণে আল্লাহ চাইলে যদি সাওয়াব পাই, তাকে সাহায্য করার কারণে কি আমি তা থেকে বঞ্চিত হব?