আমাকে আমার বান্ধবী কেক অফার করে। আজকে ওর জন্মদিন ছিল। আমি বলছি আমি তো জন্মদিনের কেক খাবো না, তুমি আমাকে অন্য কিছু খাওয়াইয়ো।
তখন ও বলছে, এটা জন্মদিনের কেক না, এমনি কেক।
সাথে আরো দুইজন ছিল, তাদের মধ্যে একজন বলছে শোনো সবকিছু নিয়তের উপর নির্ভরশীল।
সব মিলিয়ে আমি কেকটা খেয়ে নিয়েছি।
এটা আধা ঘন্টা মতো আগের কথা
এখন আমার হঠাৎ মনে হল ওটা তো জন্মদিনের কেকের মতোই দেখতে কেক ছিল
তাহলে হয়তো এটা জন্মদিনের কেক, জন্মদিনের উপলক্ষে কিনেছিল।
এখন আমার প্রচন্ড ভয় লাগছে, আমি হারাম খেয়ে ফেললাম কিনা, রমাদান চলছে, আমার আমল দুআ কিছু এখন কবুল হবে না?
আমি সাদাকার নিয়ত বাদে অলরেডি ওই কেকের জন্য ১২০ টাকা দান করেছি,রামাদানেএ শেষ দশ দিনে দরিদ্র পাহাড়ি মুসলিমদেরকে ইফতার খাওয়ানো হবে এমন একটা ফান্ডে।
এটা কি যথেষ্ট হবে নাকি আমার আরো কিছু করা লাগবে যেন আমি হারামের বোঝা থেকে মুক্তি পেতে পারি?
আমার খুবই অস্থির লাগছে। আমি আজকে হালাল রিজিকের ব্যাপারে পড়লাম যেন রমাদানে অন্তত হালদার রিজিকের প্রতি খেয়াল রাখা হয়, আমি কিভাবে একটা হারাম খেয়ে ফেললাম
আমাকে সমাধান জানাবেন প্লিজ,এখন এই হারামের বোঝা থেকে বাঁচতে আর আমার আমল ও দুআ কবুল হয় যেন, আমার করণীয় কী?