আসসালামু আলাইকুম শায়খ,
আমার সন্তানের নাম রাখা হয়েছে Abdullah Ibn Hasan (ইংরেজিতে সার্টিফিকেট করা)
১। দয়াকরে এই নামটার আরবি বানান কিভাবে লিখতে হবে একটু বলবেন শায়খ?
২। আমি বাংলা সার্টিফিকেট করতে চাচ্ছি, কিনতু Ibn এর বাংলা নিয়ে একটু কনফিউশান এ আছি শায়খ। শুদ্ধ ভাবে লিখলে "ইবন্" অথবা "ইবনে" কোনটা সঠিক?
৩। আবদুল্লাহ এর আ কি আরবিতে আঈন এর মত উচ্চারন হবে? নাকি হামযার মত? সবাই তো ডাকার সময় নরমাল হামযার মতো ডাকে, আঈন এর উচ্চারন আসে না,, এতে কি শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে? গুনাহ হবে? যেমন: ক্বফ আর কাফ এর মতো?
জাযাকাল্লাহ