উস্তাদ , আগের দুটি প্রশ্ন রিসেলিং সম্পর্কিত করেছিলা
তো আপনার দেওয়া ফাতওয়া আমি রিসেলার হিসেবে কাজ করতাম ঐ দুটি ফেসবুক পেইজের মালিককে দেখানোর পর তারা নিমোক্ত ভাবে কমিশন ফিক্সড্ করে দিয়েছিলেন
১. বোরকার ক্ষেত্রে - ১০০০-১৩০০ প্রাইসের মধ্যে বোরকা মূল্য ২০০-২৫০/- টাকা ও ১৩০০ এর বেশি যে দামের বোরকা গুলো থাকবে তাতে ৩০০-৩৫০/- বেশি টাকায় প্রোমোট করে সেল করে দিতে পারলে সেটা আমার কমিশন হিসেবে ধরা হবে ।
২. খিমারের ক্ষেত্রে - ৭০০/৭৫০+ এমন টাকার খিমার প্রমোট করে সেল করে দিতে পারলে আমার কমিশন ৫০/- করে দিবে এবং ১১০০ এর খিমার সেট প্রমোট করে সেল করতে পারলে ১০০/- কমিশন দেয়া হবে ।
*উল্লেখ্য, আমি নিজেকে কেউ এসব পণ্যের ব্যাপারে খোজ করতে আসলে আমার কাছে, সেলার হিসেবে নিজেকে পরিচয় দেই না, এজেন্ট / প্রমোশনাল এজেন্ট হিসেবে পরিচয় দিই ।*
উস্তাদ, উপর্যুক্ত ব্যাপার গুলোর পরেও কি আমার কাজটি কন্টিনিউ করা জায়েয হবে? আর যদি জায়েয না হয়, আমি তৎক্ষণাৎ কাজটি ছেড়ে দিতে প্রস্তুত থাকবো, ইনশা'আল্লাহ ।