আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তায। হেদায়েত পাওয়ার আগে একটা ছেলেকে পছন্দ করতাম। ফেসবুকে পরিচয়, কখনো দেখা হয়নি। হেদায়েত আসার পর তখন বাসায় আমার বিয়ের কথা চলছিলো।ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দিতে চান।আর তার পরিবার+সে ঠিক তেমন যেমনটা আমার পরিবার আমার জন্য চাচ্ছেন। তো তাকে জানালাম প্রস্তাব পাঠাতে, সে বলে এখন বিয়ে করা তার পক্ষে সম্ভব না।আমি তাকে চাইলে তার জন্য যেনো অপেক্ষা করি। এরপর যোগাযোগ অফ করে দেই। আমি বিশ্বাস করতাম, আল্লাহর সন্তুষ্টির জন্য দূরত্ব মেনে চলছি,নিশ্চয়ই একে অপরের জন্য কল্যানকর হলে হালাল করে পাবো।
এরপরে ফোন থেকে দূরে থেকে, সব হারাম কাজ থেকে বিরত থেকে রাত দিন দুয়া করি একটানা ৭দিন। ৭দিনের দিন তাহাজ্জুদ নামাজের পর ভাব্লাম ইস্তেখারার নামাজ পড়ে দেখি।(তখন আমার কোনো বিয়ের প্রস্তাব এসেছিল কিনা মনে নেই) ইস্তেখারার দু'আ খুব আবেগ নিয়ে পড়ি। ঠিক তখনই ফজরের আযান হয়। ফজর পড়ে ঘুমিয়ে পড়ি।সকালে উঠে একটু কেমন কেমন লাগছিলো, হঠাৎ মনে পড়ে আজ একটা স্বপ্ন দেখছি তাকে নিয়ে। দেখি যে আমি তার বাড়িতে তার বেড রুমেই শুয়ে আছি। আর সে আমার সামনে নামাজ পড়ছিলো।আর আমার অনেক লজ্জা লাগছিলো।এরপর সে আমার কাছে আসে আর মনে নেই। আবার দেখি আমি আর সে তার বাড়ি থেকে বের হচ্ছি আমার বাবার বাসায় আসতেছি। আমার আব্বু ফোন করেন আমাদের এক রিলেটিভ বিদেশ থেকে আসতেছে। দ্রুত যেনো যাই। এরপর আমি আমার বাসায় আসছি এতটুকু ছিলো স্বপ্ন।ঐদিন স্বপ্ন দেখছি মনে হওয়ার পর আমি অনেক খুশি হই, মনে হয় যে তার সাথে হয়তো আমার বিয়ে হবে। আমি শুকরিয়া সিজদাহ্ দেই।মনে হয় যে এটা আল্লাহর তরফ থেকে দেখা স্বপ্ন। কারণ লজ্জা পাওয়ার অনুভূতিটা আমার কাছে বাস্তব মনে হয়। বলে রাখি কিছু ইনফরমেশন এটা ২০২০ সালের ঘটনা, স্বপ্নে দেখা ঐ বাড়িটা সেইম তার বাড়ির মতো,আমার ঐ বিদেশি রিলেটিভকে আমি তখন তেমন চিনতাম না।আর সে বিদেশিও ছিলো না। কিন্তু স্বপ্ন দেখার কিছুদিন পর উনি সত্যি বিদেশ চলে যান। কিছুদিন হলো দেশে এসে বিয়ে করেন।
আমার প্রশ্ন হলো, এই স্বপ্ন কি আসলেই আল্লাহর তরফ থেকে ছিলো? আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? (১)
এভাবে প্রায়ই ২০২০ থেকে নিয়ে এখন পর্যন্ত তাকে নিয়ে বেশ কয়েকবার স্বপ্ন দেখি। (ইস্তেখারা না করে) যার কিছু কিছু সত্যি হয়ে যায়।
যেমন : একবার দেখি আমার বাসায় তার বোন আসে, তার কোলে একটা বাচ্চা। সে আমার সাথে কথা বলে ও আমাকে অনেক কিছু দিচ্ছিলো। সেখানে একটা শাড়ি দেয়। ঠিক ঐ শাড়ির মতো সেইম ডিজাইনের অন্য কালারের আরেকটা শাড়ি আমার আম্মুর আছে। এটা দেখার কয়েকমাস পরে আম্মুকে আন্টি গিফট করেন একটা শাড়ি। আবার আরও কয়েকমাস পর আমার দুলাভাই সেইম কালার সেইম ডিজাইন শাড়ি গিফট করেন।
আবার স্বপ্নে দেখি ওর বোনের বাচ্চা আছে। তখন ওর বোন মাত্র টেনে পড়তো। যদিও তাদের কারো সাথেই আমার কথা হয়না। লুকিয়ে ফলো করে জানতে পারি। ২০২২ সালে হঠাৎ করেই ফেসবুকে দেখি তার বোনের বিয়ে হয়ে গেছে। এখন তার বাচ্চাও আছে।
এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?(২)
আবার এই বছর স্বপ্নে দেখি,একটা লোক, সে, আমি আর আমার কোলে একটা মেয়ে বাচ্চা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিলাম। মেয়ে বাচ্চাটি আমার পাশে বসা সে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলো আমি তাকে আমার কোলে এনে ব্রেস্ট ফিডিং করাই। সেই অনুভূতিও আমার কাছে একদম বাস্তব মনে হয়েচ্ছে।
বারবার তাকে নিয়ে এরকম স্বপ্ন দেখার মানে কি হতে পারে?
আমার এখনো বিয়ে হয়নি। প্রস্তাব আসে আব্বু আম্মুও রাজি হোন, আমি বিয়ের জন্য ইস্তেখারার নামাজ পড়লেই আর সেই প্রস্তাব রিজেক্ট হয়ে যায়।