আসসালামু আলাইকুম।
১/আমি সম্প্রতি অনেক সমস্যায় আছি। আমার আব্বুর ইনকাম নিয়ে আমি অনেক সন্দেহে আছি।এর আগে প্রশ্ন করা হলেও সম্পূর্ণ বিষয়টি খুলে বলা হয়নি। আব্বু মূলত প্রবাসে চাইনিজ হোটেলে চাকরি করেন। সেখানে অনেক হারাম খাবার পরিবেশন করা হয়। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেছেন যে তিনি 1)কাস্টমারদের মালপত্র বোঝাই,2)হোটেল পরিদর্শন,3)গেস্টদের ওয়েলকাম করা ইত্যাদি কাজ করে থাকেন। তিনি হারাম খাবার পরিবেশন করেন কিনা সেটা নিয়ে সন্দেহে ছিলাম। এই বিষয়টা নিয়ে যেহেতু অনেক ঝামেলা হয়েছিল তাই আমি আমার আপুকে দিয়ে আব্বুকে জিজ্ঞেস করায় যে তিনি কি কাজ করেন ওই হোটেলে। তিনি পুনরায় ঐ কাজসমূহের কথা বলেন।তবে তিনি কাস্টমাররা কি খায় সে বিষয়ে জানেন অনেকটা।আমার আবারও সন্দেহ হয়। আমার ভাইয়া বলেন যে তিনি যেহেতু ওই হোটেলে অনেক দিন ধরে কাজ করেছেন, সে সুবাদে তিনি এগুলো জানতে পারে। আমার আসলে এখন কি করনীয় ? আমি বুঝতে পারছিনা আমার আব্বু টাকা হারাম নাকি হালাল? দয়া করে এই বিষয়টি জানাবেন।ইবাদতে শান্তি পাচ্ছিনা মনে হচ্ছে যেন আমি হারাম টাকায় খাবার খাচ্ছি । উল্লেখ্, যে আমার কিছুটা সন্দেহ রোগ আছে।
২/সম্প্রতি মামার বাসা থেকে ইফতারি পাঠানো হয়েছে।মামা সম্ভবত মূলত রড কোম্পানিতে চাকরি করেন। তবে তিনি কি হিসেবে চাকরিরত আছেন সেটা আমি জানি না।বিস্তারিত জানা সম্ভব না। তবে অনেক পরিশ্রমের কাজ এবং ছুটিও কম।আমাদের পরিবার হতে কোন কিছু বলা হয়নি ইফতারি পাঠানোর জন্য।হয়তো তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে পাঠিয়েছেন,আমার সন্দেহ। এখন ইফতারি গ্রহণ করা যাবে কি?
৩/আমার এক আত্মীয় ছেলেদের কাপড়ের ব্যবসা করেন।তিনি মূলত সবার সাথে অনেক মিষ্টি করে কথা বলেন।আমার জানা আছে যে তিনি কাস্টমারদের সাথেও সুন্দর করে বা মিষ্টি করে কথা বলেন এবং ব্যবসাতে অনেক লাভ করেন। যেমন ৩০০ টাকার কেনা মাল ৭০০ টাকায় বিক্রি করেন।তার টাকা কি হালাল হবে?
৪/আব্বু আগে বোরকার দোকানে ব্যবসা করতো।যতটুকু মন আছে বেশিরভাগই কালো বোরকা।কিছু বোরকা ছিল যেখানে পুতি বসানো আর কিছু বোরকা ছিল যার মধ্যে কিছুটা কাজ করা থাকতে পারে।তবে বেশিরভাগ বোরখাই আবায়া ছিল।টাকা কি হালাল ছিল?
৫/কেউ যদি ফুটপাতে ভ্যান করে কাপড়ের ব্যবসা করে সরকারি অনুমতি ছাড়া, তাহলে কি তার ইনকাম হারাম হবে?
৬/কেউ যদি বোরকায় পাথর বসানোর কাজ করে থাকে, তার ইনকাম কি হারাম?
৭/আমার পরিবার খুব সম্ভবত শরিয়া সম্মত ভাবে কাপড় ধৌত করে না।এখন আমি যদি ভেজা পাক কাপড় রশিতে শুকাতে দিই,তাতে তাদের ধোয়া ভেজা কাপড় হতে ফোটা ফোটা পানি আমার কাপড়ে লাগে,আমার কাপড় নাপাক হবে কি?
৮/নিউ ইয়ার উপলক্ষে বোনাস বেতন দেওয়া হলে, তা দিয়ে কেনা মোবাইল যদি প্রয়োজনীয় ফতোয়া জানতে ব্যবহার করা হয়, উক্ত ব্যক্তির কি ইবাদত কবুল হবে?