ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পিল খেয়ে হায়েয বন্ধ রাখা-শারিরিক ক্ষতি থেকে কখনো মুক্ত নয়।এর একটি পারিপার্শ্বিকতা অবশ্যই থাকবে।কেননা যেখানে আল্লাহ নারীদের জন্য হায়েযকে রেখেছেন,নিশ্চয় একে বন্ধ রাখলে শারিরিক ক্ষতি হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1419
যদি কেউ অবেগতারিত হয়ে সারা মাস হায়েযকে বন্ধ রাখে, তাহলে তাকে সারা মাসই রোযা রাখতে হবে। যদি পিল না সেবনের দরুণ তিনদিন রক্তস্রাব হয়, তাহলে এই তিনদিনই তাকে নামায রোযা করতে হবে।
لما في التتارخانية:
يجب أن يعلم بأن حكم الحيض والنفاس والاستحاضة لايثبت إلا بخروج الدم وظهوره وهذا ظاهر مذهب أصحابنا رحمهم الله وعليه عامة مشايخنا.
(كتاب الطهارة،نوع آخر في بيان أنه متى يثبت حكم الحيض والاستحاضة والنفاس،1486،فاروقية)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ভবিষ্যতে আর এরকম করবেন না।যদি সারা মাসই রক্তস্রাব যায়, তাহলে আপনার পূর্বের আদত বা অভ্যাস যতদিনের ছিলো, ততদিন পিল সেবন থেকে বিরত থেকে রক্তস্রাব হতে দিবেন। এবং এই কয়দিন নামায রোযা থেকে বিরত থাকবেন। এবং পরবর্তী দিন সমূহে আপনি পিল সেবন করে রক্তস্রাব থেকে বিরত থাকতে পারবেন। আর পিল সেবন না করলে সেই দিন সমূহকে ইস্তেহাযা গণ্য করে নামায রোযা করবেন।