আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
90 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (25 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এক বোনের সারা মাস পিরিয়ড থাকে তো ডাক্তার দেখায়ছে বলছে ১মাস ওষুধ খেতে।  ওষুধ খাইলে অফ থাকে তো এজন্য সে রোজাতে রোজা রাখছে কিন্তু ৩দিন যাবৎ ওষুধ অফ দিছে তাই মাসিক দেখা দেওয়ায় রোজা রাখে নায়। এটা কি ঠিক হয়েছে? এর আহকাম কি হবে?

আবার বলছে যে আজকে ওষুধ খাবে কালকে রোজা রাখতে পারবে তাইলে। এ ক্ষেত্রে কি রোজাগুলো হবে?

1 Answer

0 votes
by (589,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পিল খেয়ে হায়েয বন্ধ রাখা-শারিরিক ক্ষতি থেকে কখনো মুক্ত নয়।এর একটি পারিপার্শ্বিকতা অবশ্যই  থাকবে।কেননা যেখানে আল্লাহ নারীদের জন্য হায়েযকে রেখেছেন,নিশ্চয় একে বন্ধ রাখলে শারিরিক ক্ষতি হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1419


যদি কেউ অবেগতারিত হয়ে সারা মাস হায়েযকে বন্ধ রাখে, তাহলে তাকে সারা মাসই রোযা রাখতে হবে। যদি পিল না সেবনের দরুণ তিনদিন রক্তস্রাব হয়, তাহলে এই তিনদিনই তাকে নামায রোযা করতে হবে।

لما في التتارخانية:
يجب أن يعلم بأن حكم الحيض والنفاس والاستحاضة لايثبت إلا بخروج الدم وظهوره وهذا ظاهر مذهب  أصحابنا رحمهم الله وعليه عامة مشايخنا.
(كتاب الطهارة،نوع آخر في بيان أنه متى يثبت حكم الحيض والاستحاضة والنفاس،1486،فاروقية)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ভবিষ্যতে আর এরকম করবেন না।যদি সারা মাসই রক্তস্রাব যায়, তাহলে আপনার পূর্বের আদত বা অভ্যাস যতদিনের ছিলো, ততদিন পিল সেবন থেকে বিরত থেকে রক্তস্রাব হতে দিবেন। এবং এই কয়দিন নামায রোযা থেকে বিরত থাকবেন। এবং পরবর্তী দিন সমূহে আপনি পিল সেবন করে রক্তস্রাব থেকে বিরত থাকতে পারবেন। আর পিল সেবন না করলে সেই দিন সমূহকে ইস্তেহাযা গণ্য করে নামায রোযা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...