ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) তারাবির নামাজ মসজিদে চলাকালীন সময় আপনি তারাবিহর নামাযই পড়বেন। এ সময় দু'আ করা উচিৎ হবে না।
(২) কারো হালাল হারাম মিশ্রিত উপার্জন দিয়ে কেনা ফোন আপনার জন্য ব্যবহার করা জায়েয হবে না।
(৩) আমরা যখন দুআ করবো, আমরা অবশ্যই এই বিশ্বাস রাখবো যে, এই দুআই কবুল হবে।অথবা বিপদ কেটে যাবে বা ওই দুআই কবুল হবে বা পরকালে প্রতিদান দেয়া হবে।
(৪) যদি পারমিশন থাকে, তাহলে আপনি যেতে পারবেন।তবে যাওয়ার পূর্বে অবগত করে থাবেন।
(৫) ছেলেদের ছেলেদের প্রতি আকর্ষণ থাকাটা অবশ্যই পাপের। এজন্য আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করতে হবে।
(৬) পাত্রীকে এগুলো জানানোর কোনো প্রয়োজনিয়তা নাই। তবে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করতে হবে।
(৭) আপনার কল দেওয়াতে কারো মুবাইলে গান বাজলে আপনার কোনো গোনাহ হবে না।
(৮) আপনি যদি জানেন, তাহলে এমন ব্যক্তিকে কল দেওয়া থেকে বিরত থাকবেন।
(৯) যদি আপনার বাসায় বা কোথাও গান চলে আর আপনি না চাইতেও যদি আপনার কানে চলে আসে, তাহলে আপনার গোনাহ হবে না।