ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সুন্নতে কাবালিয়্যাহ তথা ফরজের আগের সুন্নত ফরযের পূর্বে পড়ার চেষ্টা করবেন। যদি কখনো পড়া সম্ভব না হয়, তাহলে ফরযের পর পড়ে নিবেন। শুধুমাত্র ফজরের সুন্নতটিকে সূর্যোদয়ের পর পড়বেন।
(২)
নামাযের স্বাভাবিক যেই নিয়ম, সেখানেও সেইম নিয়ম। রিয়াজুল জান্নাতে উচ্ছস্বরে কথা বলবেন না। পূরিপূর্ণ সম্মান দিবেন। সালাম প্রদাণের নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গেলেই বুঝতে পারবেন। তাছাড়া আপনাদের যিনি মু'আল্লিম থাকবেন, উনার সাথে মাশওয়ারাহ করে সবকিছু বুঝে নিবেন।
(৩) আল্লাহ আপনার স্বামীকে কুরআন শিখার তাওফিক দান করুক। আমীন।
(৪) জ্বী, নারী পুরুষ সবাই এহরাম অবস্থায় বিশ্রাম নিতে পারবে।
(৫) একজন নারীর জন্য সর্বদা ঘরের ভিতরে নামায পড়াই উত্তম ও বেশী সওয়াব।
(৬) জ্বী, তখন তাহিয়্যাতুল অজু বা মসজিদের নিয়ত করা যাবে।