আসসালামু আলাইকুম উস্তায!
আমার ছেলের বয়স ২ বছর। ও মাশা আল্লহ অনেক এক্টিভ,নামাজে প্রচুর বিরক্ত করে। রাতে ঘুমায়ও প্রায় ৯:৩০/১০ টার এর দিকে। বাচ্চাকে রাখার মত নেই। এমতাবস্থায় দেখা যায় আমি ফরজ সালাত খুব কষ্ট করে পরি। বাবুকে নিয়ে তারাবীহ একদিনও ২০ রাকাত পরতে পারিনি। কখনও ৮/১২ এভাবে পরতে পেরেছি। মনোযোগ ধরে রাখতে পারিনা, নামাজের মাঝে সে হিজাব ঝুলতে চায়, কামর দেয়, কান্নাকাটি করে, খেতে চায়। এতে কি আমার গুনাহ হচ্ছে? এই অবস্থাতেই কি ২০ রাকাত চালিয়ে যেতে হবে?
তারাবীহ দুই দুই করে না পরে চার চার রাকাত করে পরা যাবে? কিংবা বেশি দুর্বল লাগলে বসে পরা যাবে? শায়েখ আমি ২০ রাকাত না পরার কারনে কি গুনাহগার হয়েছি?