আসসালামু আলাইকুম।
পূর্বে উল্লেখ করেছিলাম যে আমার কিছুটা Urinary Inconsistence এবং ঘন ঘন মযীর সমস্যা রয়েছে যার জন্য আমি চিকিৎসা গ্রহণ করছি।কিন্তু আমি মাযূর নই।ফলে আমি খুব সাবধানে চলাফেরা করি।বিশেষত পানির ছিঁটা ফোঁটা থেকে বেঁচে থাকার চেষ্টা করি।কিন্তু আজকে ইফতারির পরবর্তী সময়ে একটি প্রচন্ড দুষ্ট ছোট বাচ্চা(মেহমানের সন্তান) পানিতে ভেজা হাত নিয়ে হঠাৎই আমার পাশ থেকে আমার ট্রাউজারের সামনের অংশে ধরে টানতে থাকে তার সাথে খেলতে এবং আমি তৎক্ষনাৎ(কয়েক সেকেন্ডের মাঝে) চেষ্টা করে তার হাত ছাড়িয়ে নিই।কিন্তু মেহমান থাকায় আমি সে বাচ্চার হাত ধৌত করতে পারি নি।পরবর্তীতে আমি গিয়ে দেখেছি ট্রাউজারের ভেতরের অংশেও ভেজা ছাপ দৃশ্যমান।অন্যদিকে আমার আন্ডারওয়্যার পস্রাবের দ্বারা নাপাক ছিলো(যেহেতু সবসময় আমার পক্ষে পাক থাকা সম্ভব হয় না সমস্যার জন্য।)পূর্বে।আন্ডারওয়্যারে আমি তেমনভাবে খেয়াল করি নি।যতটুকু নজরে পড়েছে দৃশ্যমান ভেজা দাগ দেখিনি।আবার আন্ডারওয়্যারটির সামনের অংশ দুই পার্টের।এখন এ বাচ্চার হাত কী নাপাক হয়েছে?যদি হয়ে থাকে এখন আমার করণীয় কী?সে পুরো বাসার এটা সেটা সব ধরে তছনছ করে আসলেই।