আসসালামু আলাইকুম,
১) নার্সদের অনেক সময় ডিউটি থাকাকালীন পেশেন্ট মারা যায় নার্সদের তাকে টাচ করতে হত, এ অবস্থায় নার্স কি ওযু করে নামাজ পড়তে পারবে, নাকি গোসল করতে হবে।
২) আমার ২৪ তারিখে প্রিয়ড শুরু হয়, এরপর ২ তারিখ পর্যন্ত অন্য কালার স্রাব ছিলো। ৩ তারিখ দিনে সাদা কালারই দেখি কিন্তু উজ্জ্বলতা কম ছিলো নরমাল সাদা স্রাবের থেকে। এরপর রাতে উজ্জ্বল সাদা স্রাব দেখে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করি। আমার প্রশ্ন ৩ তারিখ সকালে যে কম উজ্জ্বল সাদা স্রাব দেখেছি তাতে কি প্রিয়ড শেষ ধরবো নাকি রাতে পরিষ্কার সাদা রং আসায় পবিত্রতা অর্জন করছি তাই ঠিক আছে??
এরপর আবার এই মাসে ১৫ তারিখ থেকে রক্ত যাচ্ছে, এক্ষেত্রে দুই হায়েজের মাঝে ১৫ দিন পবিত্রতা অর্জন হয় নি, এটা ইস্তেহাজা। আমার কত তারিখে ১৫ দিন পুরন হবে, হায়েজ ধরবো কত তারিখ থেকে? ৩ তারিখ রাতে পবিত্র ধরেছিলাম এক্ষেত্রে ৩ তারিখ থেকে ১৫ দিন গোনা শুরু করবো নাকি ৪ তারিখ থেকে?