আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তায।
১.আমি টিউশনি করে কিছু টাকা জমিয়েছি।নগদ ১৬০০০৳ আছে আর১০০০০৳ দুজন মানুষ কে ধার দিয়েছি।একটা স্বর্ণের নাকফুল ব্যবহার করছি দাম ১৪০০৳। এখন আমার কি যাকাত দিতে হবে? প্রায় ১ বছরের বেশি সময় ধরে ১২-১৩ হাজার টাকা জমানো ছিলো।
২. আমার বাবা ব্যাংকের সুদের সাথে জড়িত।মাঝে মাঝে পরিবারের খরচের জন্য ও সুদের টাকা খরচ করে।আমি কি টিউশন করে আমার থাকা খাওয়া বাবদ খুব সামান্য কিছু টাকা দিতে পারবো যাতে এমন হয় যে আমি নিজে বহন করছি। আসলে সম্পূর্ণ নিজের খরচ বহন করতে পারবো না।সাথে পরিবার ও রাজি হবে না। তাই আম্মুকে পুরো বিষয় না জানিয়ে প্রতি মাসে পরিবারের খরচ চালানোর কথা বলে কিছু টাকা দিলে কি আমার জন্য খাওয়া হালাল হবে?
হারামের কারণে দুআ কবুল হয় না।পরিবারকে বুঝিয়েও পারছি না।তাই নিজের অংশ টুকু হালাল করতে চাচ্ছি।আমাকে কোনো সমাধান দিয়ে সহায়তা করবেন উস্তায।