আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
ডিভোর্স এর পর প্রথম স্বামীকে ভুলতে না পারলে কি,,, কোনো নারী দ্বিতীয় বিয়ে করতে পারবে?
১।আর যদি তা জায়েজ থাকে তাহলে কাবিনে তালাকের অধিকার রাখা শরীয়তে কতটা জায়েজ?
২। অথবা সন্তান আছে তাদের নিয়ে ঐ নারীর বাবার বাড়ি থাকার চুক্তি করা কি জায়েজ আছে?
৩।দুই বার তালাক দিছে তা মনে আছে,,,কিন্তু পরে আবার দিছে কিনা তা স্পষ্ট মনে করতে পারছে না তাহলে কি এই সন্দেহ নিয়ে সংসার করা জায়েজ হবে?