আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি ও আমার ভাইয়া একজনকে একটা হাদিয়া দেবো। এখন এ হাদিয়াটার মূল্য ৫০০ টাকা। এখন এই হাদিয়া দেওয়ার জন্য কি বাবার অনুমতির প্রয়োজন আছে?
যেহেতু টাকাটা বাবার।মানে বাবা আমাদের পড়াশোনা বাবদ যে টাকা দেয় সেখান থেকে হাদিয়া দেব। এখন এইটাতে প্রতারণা করা হবে? যেহেতু বাবা টাকাটা পড়াশোনা বাবদ দিয়েছে আর ওইখান থেকে ৫০০ টাকা খরচ করলে মোট টাকা থেকে ৫০০ টাকা কমে গেলো মানে যেইটা বাবা দিয়েছিল ওইটা আগে ফুরিয়ে গেলো। এইজন্য বাবার কাছ থেকে আবার টাকা চাইতে হবে নির্দিষ্ট সময়ের আগেই। বাবা ভাববে যে ওই টাকাটা আমি পড়াশোনা বাবদ খরচ করছি। বাবা তো জানছে না আমি হাদিয়াতে খরচ করলাম। এখন এ জন্য কি হাদিয়া দিলে গুনাহ হবে?