আসসালামু আলাইকুম। show off করা কি অহংকারের মধ্যে পড়ে? নাজায়েজ?
সাপোজ, কেউ একজন দুনিয়াবি কোনো একটা বিষয়ে পারদর্শী, প্রেইজ পাওয়ার উদ্দেশ্যে কৌশলে সেটা শো অফ করলে কি অবৈধ হবে?
যেমন: কেউ ভালো ফুটবল খেলে বা ভালো দৌঁড়ায় বা এজাতীয় অন্য কিছুতে সে ভালো। তার অ্যাচিভমেন্ট যেমন: সার্টিফিকেট,মেডেল,ক্রেস্ট এগুলো ফেইসবুকে "আলহামদুলিল্লাহ্" বলে পোস্ট করাতে কি দোষের কিছু আছে? যদিওবা অন্যদের ইন্সপায়ার করার পাশাপাশি নিয়ত এমন যে, মানুষ তার প্রশংসা করবে এবং সেটা শুনে সে ভালো বোধ করবে। এমন নিয়ত রেখে ফেইসবুকে পোস্ট করা কি দোষনীয়? অহংকারের মধ্যে পড়বে?