বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি সম্ভবত জানতে চাচ্ছেন,
অজু করতে যেয়ে যদি আপনি প্রথমে হাত মুখ ধৌত করে,তোয়ালে দ্বারা মুছে ফেলেন,তারপর পা'কে ধৌত করেন,তাহলে কি আপনার অজু হবে?
উত্তরে বলা যায় যে,
ওজুর নিয়মঃ-ওজুর কিছু ফরয(অত্যাবশ্যকীয় পালনীয়) রয়েছে এবং কিছু সুন্নাত(অত্যাবশ্যকীয় নয় তবে সচরাচর রাসূলুল্লাহ সাঃ থেকে প্রমাণিত) এবং কিছু মুস্তাহাব(উত্তম ও ভালো)। এবং কিছু মাকরুহ রয়েছে যা বর্জনীয়।
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
এবং অজুর সুন্নাত ১৮ টি..........
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অজুর কোনো অঙ্গ ধৌত করার পর যদি হদস তথা অজু ভঙ্গকারী কোনো জিনিষ পাওয়া না যায়,তাহলে অঙ্গ তোয়ালে দ্বারা মুছে নিয়ে,পরে বাকী অঙ্গগুলো ধৌত করলে অজু হবে।
বিনা উযরে এভাবে এক অঙ্গকে শুকিয়ে ভিন্ন অঙ্গকে ধৌত করা মাকরুহ।প্রয়োজনে জায়েয।
(ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ-১/১২০)
(وَالْوِلَاءُ) بِكَسْرِ الْوَاوِ: غَسْلُ الْمُتَأَخِّرِ أَوْ مَسْحِهِ قَبْلَ جَفَافِ الْأَوَّلِ بِلَا عُذْرٍ.حَتَّى لَوْ فَنِيَ مَاؤُهُ فَمَضَى لِطَلَبِهِ لَا بَأْسَ بِهِ-
(আদ্দুর্রুল মুখতার-১/১২৩)