আসসালামুয়ালাইকুম।।
বিয়ের পূর্বে এ ধরনের কথা হলে কি তালাক হবে,
১. বিয়ের আগে মেয়ের মা বাবার সঙ্গে কথা বলবো ও মেয়ে কেও বলবো বিয়ের পর অমুক কাজ করলে ডিভোর্স।
পপরবর্তী তে মেয়ে কে সেই সর্ত এর কথা বলা হয়েছে ,
""""আমি তোমার মা আব্বু কে দেখবো তুমি ও আমার মা আব্বু কে দেখবা । তুমি যদি না দেখো আমি ও দেখবো না। আমার মা আব্বু কে না দেখলে ডিভোর্স দিবো।"""""
এক্ষেত্রে কি শর্ত তালাক হবে?
১.১ আমি যদি তার মা বাপ কে না দেখি তাহলে কি শর্ত তালাক তালাক হবে ? ( যেহেতু আমি তার বাপ মা কে দেখা নিয়ে তালাক সংক্রান্ত কিছু কিছু বলিনি)
২. বিয়ের সময় একটা কাগোচে বা পত্রে সব কিছু লিখে রাখবো বা লিখা হবে সেই পত্রে মেয়ে কে দিয়ে স্বাক্ষর করিয়ে নিবো বা স্বাক্ষর করিয়ে রাখবো যাতে পরবর্তী তে কোনো সমস্যা না হয়। বিয়ের পর এমন করলে ডিভোর্স।
এই বাক্যের জন্য শর্ত তালাক হবে?
জাযাকাল্লাহ