আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in সালাত(Prayer) by (6 points)
আসসালামু আলাইকুম,১।উস্তাদ নামাজের সময় পাতা পর্যন্ত ঢাকতে হবে?   সাধারণত যে সকল জামা পড়ি ও গুলা দিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢাকা হয় না আমাদের পায়জামা সাধারণত পায়ের গিরা পর্যন্ত ঢেকে থাকে সেক্ষেত্রে পায়ের পাতা টা বের হয়ে থাকে এতে কি নামাজ হবে? না হলে কি নামাজের সময় পায়ে মোজা পরে নিব?ওস্তাদ থুতনির  নিচের অংশটুকু আছে ঐটুকু কি নামাজের সময় ঢাকতে হবে এটা কি সতরের মধ্যে পড়ে? আমি এতদিন এইটা জানতাম না আমি থুতনির নিচের অংশটুকু বের করেই নামাজ পড়েছিলাম আমার  নামাজ কি হয়নি?
২। নামাজের সময় সুন্নত অথবা নফল নামাজে সুরা কি হালকা সাউন্ড করে পড়া যাবে? মানে এরকম সাউন্ড যাতে আমি শুনতে পাই গুনগুন শব্দ। অনেক সময় দেখা যায় মনে মনে তিলাওয়াত করার ক্ষেত্রে মনোযোগ কম থাকে এজন্য একটু গুনগুন করে তেলাওয়াত করলে মাখরাজ গুলো সঠিক হয় এবং মনোযোগ বেশি পাওয়া যায় এক্ষেত্রে কি গুনগুন করে তেলাওয়াত করা যাবে?
৩।ফরজ নামাজের ক্ষেত্রে এক বা দুই রাকাত ছুটে গেলে সেই ক্ষেত্রে কি আগেই ছানা পড়ে নিতে হবে নাকি পরে সালাম ফেরানোর পর আবার উঠে পড়ে নিতে হবে?
৪।আমার বাড়ি গাইবান্ধা। তো মাঝে মাঝে দেখা যায় আমাকে গাইবান্ধা থেকে ঢাকা আসতে রংপুর হয়ে আসতে হয় রংপুর থেকে গাইবান্ধার দূরত্ব ৫০-৫৫ কিলোমিটারের মতো আর রংপুর থেকে ঢাকার দূরত্ব ২৫০- ৩০০  কিলোমিটারের মতো। আমি ঢাকায় হলে থাকে। আমি যখন গাড়িতে থাকব তখন কি আমার জন্য কসর পরা জায়েজ হবে? আর আমি ঢাকার উদ্দেশ্যে বের হয়ে রংপুরে ১-২ দিন অবস্থান করে আবার ঢাকায় রওনা করলে আমার জন্য রংপুরে কসর পরা যাবে কি?
by (6 points)
উস্তাজ,২ নাম্বার প্রশ্নে ছেলে মানুষের তেলাওয়াতের ক্ষেত্রে বলা হয়েছে। 

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
নামাজে সতর ঢাকা ফরজ।

সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾
হে আদম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ " .

হযরত আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ প্রাপ্তবয়স্কা নারীর সালাত ওড়না পরা ব্যতীত কবূল করেন না।
তিরমিযী ৩৭৭, আবূ দাঊদ ৩৪১-৪২, আহমাদ ২৪৬৪১, ২৫৩০৫, ২৫৬৯৪; ইবনু মাজাহ ৬৫৪।

★শরীয়তের বিধান হলো, নামাজে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর । যদি পর-পুরুষ তাকে না দেখে তবে হাত ও পা খোলা রাখার ব্যাপারে মত রয়েছে। কিন্তু পর-পুরুষের দেখার সম্ভাবনা থাকলে নামাজের বাইরের মতো নামাজের মধ্যেও চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
নামাজের সময় পাতা পর্যন্ত ঢাকতে হবেনা।
টাখনুর নিচ পর্যন্ত ঢাকলেই হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ধরনের পায়জামা (যাহা দ্বারা পায়ের টাখনু ঢাকা থাকে) পরিধান করে নামাজ আদায় হয়ে যাবে।
পায়ে মোজা পরিধান করতে হবেনা।

★আপনার এতো দিনের নামাজ আদায় হয়েছে।

তবে যেহেতু থুতনি বা চোয়ালের হাড়ের শেষ পযর্ন্ত চেহারার অন্তর্ভুক্ত। (তার নিচের অংশ চেহারার অন্তর্ভুক্ত নয়।)

সুতরাং এখন থেকে থুতনি ঢেকে নামাজ আদায় করবেন।

আরো জানুনঃ- 

(০২)
নিজের কানে আসে,এমন আওয়াজে পড়তে পারবেন।
যদি গায়রে মাহরাম পুরুষ শোনার কোনো সম্ভাবনা থাকে,সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবেন।

(০৩)
ইমামের সালাম ফিরানোর পর নিজের অবশিষ্ট নামাজ আদায়ের জন্য উঠে ছানা পড়তে হবে।

(০৪)
প্রশ্নের বিবরন মতে যাতায়াত কালে আপনি কসরের নামাজ আদায় করতে পারবেন।

ঢাকার উদ্দেশ্যে বের হয়ে রংপুরে ১-২ দিন অবস্থান করে আবার ঢাকায় রওনা করলে আপনার জন্য রংপুরে কসর পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 485 views
0 votes
1 answer 250 views
0 votes
1 answer 115 views
...