ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ফরয নামাজে সূরা ফাতিহা পড়ার সময় মাখরাজ ভুল হলে তৎক্ষণাৎ শুদ্ধ করে পড়ে নিবেন।এবং শেষে সাহু সিজদা দিয়ে দিবেন।
(২) মাখরাজ অনুযায়ী উচ্চারণ করার সময় নামাজে যদি আওয়াজ হয়, তাহলে এদ্বারা নামায ফাসিদ হবে না।
(৩) নামাজরত অবস্থায় আঙুল ও পা ফাক থাকলে মিলিয়ে নিলে,ভাজ থাকলে খুলে দিলে,নামাযে কোনো সমস্যা হবে না।
(৪) আযান দেওয়ার সময় রোযার নিয়ত করে নিলেই হবে।সেহরি খাওয়া শর্ত নয়।
(৫) নামাযে আমার হাঁচি আসে নামায ফাসিদ হবে না।
(৬) নাপাক কাপড় প্রতিবার নিংড়ানো শেষে পানি পড়া বন্ধ হওয়ান কিছুসময় পর যদি আবার পানি পড়ে, তাহলে কাপড়ের পবিত্রতায় কোনো সমস্যা হবে না।
(৭) উমরি কাযার নিয়তে যদি এভাবে বলা হয় যে, "আমার জিম্মায় যত ফজর কাযা আছে তার মধ্যে ১ম টা আদায় করছি। " এভাবে বললেও নামাজ হবে।
(৮)সূরা ফাতিহার পর সূরা কাউছারে 'ইন"পড়ার পর যদি নতুন করে সূরা আছর পড়া শুরু করা হয়, তাহলে নামাজ হবে।
(৯) প্রশ্নটি অস্পষ্ট।