ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাব
■ মাসআলা: পেশাবের রাস্তায় ঔষধ
ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। কারণ পেশাবের রাস্তা রোজা ভঙ্গ হবার গ্রহণযোগ্য
রাস্তা নয়। তেমনি ভাবে পেশাবের রাস্তা দিয়ে কোন বস্তু ভেতরে প্রবেশ করলে তা মূত্রথলিতে
পৌঁছে মাত্র। আর মূত্রথলি রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালি জায়গা নয়।
■ মাসআলা: যোনিদ্বারে ওষুধ ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। কারণ যোনিদ্বার রোজা ভঙ্গ
হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়। তেমনি ভাবে যোনিদ্বার দিয়ে কোন বস্তু ভিতরে প্রবেশ করলে
তা এমন কোন খালি জায়গায় ঢুকে না যেখানে ঢুকলে রোজা ভঙ্গ হয় বরং জরায়ু তথা গর্ভাশয়ে
ঢুকে। আর গর্ভাশয় রোজা ভঙ্গের গ্রহণযোগ্য খালি জায়গা নয়। -ইসলাম ও আধুনিক চিকিৎসা
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
,
১. জ্বী হ্যাঁ, রোজা থাকা অবস্থায় যোনিদ্বারে পানি প্রবেশ করিয়ে
তা পরিষ্কার করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই এবং এতে রোজাও ভাঙ্গবে না।
২-৩. না, এতে রোজা ভঙ্গ হবে না। যোনিদ্বারে আঙ্গুল প্রবেশ
করানোর দ্বারা রোজা ভঙ্গ হয় না। তবে এমন কাজ করা ছাড়া অন্য ভাবে পরিষ্কার করা সম্ভব
হলে সেভাবে পরিষ্কার করা উচিৎ। হয়তো সেটা একটু ভালো ভাবে পানি প্রবেশ করানোর
মাধ্যমেও হতে পারে।
আর পিছনের রাস্তায় কোনো কিছু প্রবেশ করালে রোজা ভঙ্গ হয় কি
না সে সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/84967/