আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
187 views
in পবিত্রতা (Purity) by (9 points)
১)কেউ যদি সারাদিন সবসময় প‍্যাড পরে থাকে হায়েজ ছাড়াও। প‍্যাডে যদি সাদাস্রাব লেগে থাকে। ঐটা ক্লিন না করে ওযু করলে কি ওযু হবে? সেই ওযু দিয়ে ফোনে কুরআন পড়া যাবে?

২) এক নং এর ব‍্যাক্তি ঐ ওযু দিয়ে নামাজ পড়তে পারবে?

৩) কারো প‍্যাডে যদি প্রস্রাব/পায়খানা/সাদাস্রাব লেগে থাকে (একদম সামান‍্য) সে না জানে। এমন অবস্থায় অযু করে ফোনে কুরআন পড়তে পারবে?

৪) তিন নং এর ব‍্যাক্তি কি ঐ অযুতে নামাজ পড়তে পারবে?

1 Answer

0 votes
by (608,130 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عَلِيٍّ، قَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا”

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, শরীর নাপাক না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করাতেন। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৬২৭,সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৭৯৯]

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا

ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কোরআনের কিছুই পাঠ করবে না। (তিরমিযি ১৩১, ইবনু মাজাহ ৫৯৫)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে অযু হবে। সেই অযু দিয়ে ফোনে কুরআন পড়া যাবে।
তবে শর্ত হলো অযুর সময় হতে কুরআন তিলাওয়াত শেষ পর্যন্ত সাদাস্রাব যেনো আর নির্গত না হয়।

(০২)
এক্ষেত্রে প্যাড চেঞ্জ করে ও উক্ত স্থান পাক করে সেই অযু দিয়ে নামাজ আদায় করা যাবে।
তবে শর্ত হলো অযুর সময় হতে নামাজ আদায় শেষ পর্যন্ত সাদাস্রাব যেনো আর নির্গত না হয়।

(০৩)
হ্যাঁ, পারবে।

তবে শর্ত হলো অযুর সময় হতে কুরআন তিলাওয়াত শেষ পর্যন্ত সাদাস্রাব বা অন্য কোনো নাপাকি যেনো আর নির্গত না হয়।

(০৪)
দুই নাম্বার প্রশ্নের জবাব দ্রষ্টব্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
 

মাজুর হলে কি প্যাডে সাদাস্রাব নির্গত হলেও ঐ অযু দিয়ে কুরআন পড়তে পারবে?
by (608,130 points)
হ্যাঁ, পারবে।
তবে প্রতি ওয়াক্তে আলাদাভাবে অযু করতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 158 views
...