১)কেউ যদি সারাদিন সবসময় প‍্যাড পরে থাকে হায়েজ ছাড়াও। প‍্যাডে যদি সাদাস্রাব লেগে থাকে। ঐটা ক্লিন না করে ওযু করলে কি ওযু হবে? সেই ওযু দিয়ে ফোনে কুরআন পড়া যাবে?
২) এক নং এর ব‍্যাক্তি ঐ ওযু দিয়ে নামাজ পড়তে পারবে?
৩) কারো প‍্যাডে যদি প্রস্রাব/পায়খানা/সাদাস্রাব লেগে থাকে (একদম সামান‍্য) সে না জানে। এমন অবস্থায় অযু করে ফোনে কুরআন পড়তে পারবে?
৪) তিন নং এর ব‍্যাক্তি কি ঐ অযুতে নামাজ পড়তে পারবে?