আসসালামু আলাইকুম,
শাইখ,
(১) প্রেগনেন্সির শুরুর মাসগুলোতে খালি পেটে থাকলেই বমি বমি হয়, এখন এই বমি যদি মুখভর্তি না হয়, অল্প হয়। তাহলে কি রোজা হবে?
(২) আর বেশিরভাগ সময়েই বমির ওয়াক এসে মুখে থুথু ভরে যায় কিন্তু সেটা পেট থেকে আসেনা। তাহলে তো সেই থুথু ফেলা নাপাক হবেনা তাইনা? এবং রোজার কোন ক্ষতি হবেনা, তাইনা?
(৩) আমি প্রেগনেন্সির কারনে অসুস্থ এবং ছোট দুইটা বাচ্চা আছে। মাঝে মাঝে বমি গন্ধের কারনে অসুস্থতার এই অবস্থায় কোন রকম ইশার সালাত পড়তে হয়, মাথা তুলতে পারিনা। আর আগে আগে না ঘুমালে শেষ রাত্রে উঠা যায়না। এই অবস্থায় তারাবিহ পড়তে না পারলে কি গোনাহগার হবে?
(৪) আমার মাড়ির একদম শেষের দাঁতের দিকে খাবার আটকে যায় এবং সেটা সহজে বের হয়না। এত বের করার চেষ্টা করি কিন্তু ২ দিনের আগেও বের হয়না কখনো কখনো যেকোন কিছুর আশঁ। এখন এটা তো ছোলার দানার পরিমানের মত সাধারনত অত বড় না, কারন বড় দানা যেটা হাতে বাধেঁ সেটা তো বের হয়ে আসে, এরপরের যেগুলো ছোট জিহ্বার আগায় বাধেঁ কিন্তু হাতে বাধেঁ না সেইগুলোই আটকে থাকে বের হতে চায়না। তাহলে তো এতে আমার রোজার কোন ক্ষতি হবেনা, তাইনা শাইখ?