আমি দেশে রিজিকের জন্য বেশ কয়েকভাবে চেষ্টা করেছি।
ব্যবসায় ৩ বার নেমেছি। কিন্তু ৩ বারই ব্যার্থ।
আমার উপর আমার ফ্যামিলি এক ধরনের বিরক্ত।
জব নিয়েছি সেখানেও বেশ কিছু সমস্যা ফেইস করছি+ যে টাকা পাই তাতে ফ্যামিলি সন্তুষ্ট নয়।বিশেষকরে আমার বাবা।
এই নিয়ে আমার আহালিয়াকে বেশ কথা শোনায়।বিষয়গুলো অনেক খারাপ লাগে।
ফ্যামিলি চায় আমি বাহিরে চলে যাই।আমিও তাই সিদ্ধান্ত নিয়েছি।
সৌদি যাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।নিয়ত ছিল হজ্ব ও করে আসবো আল্লাহ চাইলে।পরিবার চায় আমি ইউরোপ যাই।
বেলারুশে।যেটা পোল্যান্ডের পাশে অবস্থিত।
আমার ওখানে যেতে ভয় হয়।
ইমান+আমল নিয়ে।
আমি এখন সৌদি গেলে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে যেতে হবে।এবং সেখানে গিয়ে কোন সমস্যা হলে বা কাজ পেলে সেটার দায়বার কেবল আমারই।।।
আমি বিবিএ শেষ করেছিলাম।আমার মন চায় আমি গ্রামে গিয়ে গরু লালন পালন করি+কৃষি কাজ করি।
এইটাতে আমার পরিবার আমাকে সাপোর্ট দেয় না।এবং আর্থিকভাবেও সাপোর্ট দিবে না।
উনাদের কথা হচ্ছে বিদেশ গেলে টাকা দিবে আর সরকারি চাকরি নিলে টাকা দিবে।।
এই পরিস্থিতিতে আমার করনীয় কি?