জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
مَرْكَز ج مَرَاكِز [ركز]
[মার্কায] শব্দের অর্থঃ-
কেন্দ্র
মধ্যস্থল
প্রধান কার্যালয়
স্টেশন
কর্মস্থল
স্থান।
مَدْرَسَة ج مَدَارِس [درس]
[মাদ্রাসাহ] শব্দের অর্থঃ-
বিদ্যালয়
শিক্ষাঙ্গন
মাদ্রাসা
স্কুল
মত
মতাদর্শ।
★ইসলামে ১ম মাদ্রাসা দারুল আরকাম।
মক্কায় মুসলিমরা দ্বিনি শিক্ষা ও নামাজ আদায়ের স্থান হিসেবে আরকাম ইবনে আবিল আরকামের বাড়িকে নির্ধারণ করেছিলেন।
এখানে সাহাবিরা গোপনে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে দেখা করতেন এবং তিনি তাদের ইসলামের বিধি-বিধান সম্পর্কে অবহিত করতেন। ইসলামের ইতিহাসে এটিই প্রথম শিক্ষাকেন্দ্র, যা ‘দারুল আরকাম’ নামে খ্যাত। উসমান ইবনে আবদুল্লাহ ইবনে আরকাম তাঁর দাদা আরকাম (রা.) থেকে বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) সাফা পর্বতের কাছে অবস্থিত তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন (কেন্দ্র বানানো অর্থে) যত দিন না ৪০ ব্যক্তি ইসলাম গ্রহণ করেন।
তাদের মধ্যে সর্বশেষ ইসলাম গ্রহণ করেছিলেন ওমর ইবনুল খাত্তাব (রা.)। অতঃপর ৪০ ব্যক্তি মুশরিকদের সামনে আত্মপ্রকাশ করেন।’ (মুসনাদে হাকিম, হাদিস : ৬১৩০)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মাদ্রাসা যেকোনো দ্বীনি শিক্ষা কেন্দ্রকে বলে।
আর মারকায বলতে কোনো জামাতের/সংগঠনের কেন্দ্র/প্রধান কার্যালয় বুঝায়।
যেমন আমাদের দেশে তাবলিগ জামাতের মারকায তথা কেন্দ্র/প্রধান কার্যালয় হলী কাকরাইল মসজিদ।
বেফাকের কেন্দ্র/প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।