السلام عليكم ورحمة الله وبركاته أستاذ
পূর্বের ফতোয়াতে উল্লেখ হয়েছিলো, " সূরা মিলানোর পূর্বে সূরায়ে ফাতেহাকে দুইবার তিলাওয়াত করা বা সূরায়ে ফাতেহার কোনো এক আয়াতকে দুইবার তিলাওয়াত করা হলে ওয়াজিব তরক হবে।যেজন্য সাহু সিজদা দিতে হবে।"[https://ifatwa.info/91794/]
কিন্তু নিম্নের উদ্ধৃতিতে...
'ইমাম মারদাউই রাহ. বলেন,
قَوْلُهُ (وَيُكْرَهُ تَكْرَارُ الْفَاتِحَةِ) هَذَا الْمَذْهَبُ، وَعَلَيْهِ جَمَاهِيرُ الْأَصْحَابِ وَقَطَعَ بِهِ كَثِيرٌ مِنْهُمْ، وَقِيلَ: تَبْطُلُ
❝ফাতিহা পুনরাবৃত্তি করা মাকরুহ, এটাই মাযহাব৷ এর ওপরই জুমহুর আসহাবের মত। অনেকেই এটা দৃঢ়তার সাথে বলেছেন। অন্য মতে বলা হয়, নামাজ বাতিল হয়ে যাবে❞।
[ আল ইনসাফ: ২/৯৯]'
শাইখ, এখানে জুমহুরের মত হিসেবে এবং দৃঢ়তার সাথে আখ্যায়িত করা হয়েছে, এক্ষেত্রে ফুক্বাহায়ে আহনাফদের দলীল কতটুকু শক্তিশালী? এবং বাস্তবেই কি এটি জুমহুরের মত? বিস্তারিত জানানোর অনুরোধ
দ্বিতীয়ত, কেউ যদি শুধু হরফটি/আয়াতটি স্পষ্ট করার উদ্দেশ্যে(যেমন ح, خ, ع এমন আরো অনেক) আয়াতটি কয়েকবার/পুনরায় সূরা ফাতিহা পড়লো,- এক্ষেত্রে কি তার সালাত ফাসিদ হয়ে যাবে?
দয়া করে বিস্তারিত জানাবেন,
[এই প্রশ্নটি পূর্বের ফতোয়ার কমেন্টে করে কোনো উত্তর পাওয়া যায়নি বিধায় এখানে জিজ্ঞাসা]
জাযাকাল্লাহু খাইরান।