আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
160 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (140 points)
আসসালামুআলাইকুম।

আমাদের হোস্টেল এ মিল এ যার যতটুকু প্রয়োজন ইচ্ছেমত ভাত নিতে পারে, কিন্তু এই সুযোগে মাঝে মাঝে অনেকে অন্যের জন্য নিজের নামে বেশি করে ভাত নিয়ে আসে দুইজনে খাবে বলে।

এমন ঘটনার পর ওই এক্সট্রা ভাত একজন আমাকে হতে তুলে খাইয়ে দেয়, তখন তো বুঝিনি পরে আন্দাজ করেছি হয়তো এটা এক্সট্রা ভাত ছিল।

এভাবে আর একদিন এমন এক্সট্রা ভাত দিয়ে খাবার রান্না করে আমাকে খেতে ডাকে, আমি খাওয়ার সময় বুঝিনি, নরমাল রান্না করে টেস্ট করতে বলেছে ভেবে খেয়ে ফেলি পরে আন্দাজ করি যে এখন তো ওই ভাত ছাড়া আর কোনো ভাত থাকার কথা না।

এমন ভাবে অন্যের অন্যায়ভাবে আনা ভাত না জেনে খেয়ে কি আমি গুনাহ করে ফেলেছি? আমি ওই মুহূর্তে স্বাভাবিক মানুষ যেমন কেউ এক গাল খাইয়ে দেয় বা রান্না করে খেতে ডাকে ওভাবে খেতে বসে গেছিলাম।

গুনাহ হলে আমি এখন কি করতে পারি গুনাহ থেকে মাফ পেতে? ভবিষ্যতে এমন হলে কি করনীয়? যদি ওই মুহূর্তে আন্দাজ না করতে পারি বিষয় টা। দয়া করে জানাবেন

1 Answer

0 votes
by (606,030 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এভাবে অন্যের জন্য নিজের নামে বেশি করে ভাত নিয়ে আসা স্পষ্ট ধোকার শামিল। 
যাহা শরীয়ত অনুমোদন দেয়না।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যেহেতু অজান্তে উক্ত খাবার খেয়ে ফেলেছেন,সুতরাং এমতাবস্থায় আপনি সতর্কতামূলক যতটুকু ভাত খেয়েছেন,সমপরিমাণ টাকা হোস্টেল কর্তৃপক্ষের নিকট জমা দিবেন।

ভবিষ্যতে এহেন খাবার খাওয়ার পূর্বে যাচাই বাছাই করে খাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...