আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আজ সকাল ৭:৪০/৮ টার দিকে আমি স্বপ্নে দেখি যে,
আমি,আমার মা এবং আমার বাবা আমরা ৩জন হজে গিয়েছি।
সেখানে গিয়ে আমরা কাবা শরীফের পাশেই একটা হোটেলে রুম বুক করেছি (হোটেল ছিলো কিনা এটা স্বপ্নে বুঝতে পারি নাই)। আমরা ৩জনেই ঐখানেই উঠেছি,আমি আমার মা বাবাকে রুমে রেখে আমি রুম থেকে বের হয়ে আগে, যেখানে হযরত হামযাহ রাদ্বি. আনহার কবর সেখানে গিয়েছি,আর সেখানে দাঁড়িয়ে আমি উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে ছিলাম অনেকক্ষন।তারপর ঐখান থেকে কাবা শরীফের সামনে এসে কাবা শরীফের চারপাশ ঘুরেঘুরে দেখতেছিলাম (ঐ মূহুর্তে পরিবেশ ছিলো সম্পূর্ণ শীতল আর আকাশ ছিলো মেঘাচ্ছন্ন)। কাবা শরীফ দেখার ঐখানকার একজন আন্টিকে জিজ্ঞেস করি যে,এখান দিয়ে উহুদ পাহাড়ে যাওয়া যায়? উনি বললেন যে যাওয়া যায়। কীভাবে উহুদ পাহাড়ে যেতে হবে সেটা ঐ আন্টি আমাকে দেখিয়ে দিয়েছিলেন।তারপর আমি যখন বললাম আমি বুঝতেছিনা তখন উনি বললেন আমি এখানে আছি তুমি রেডি হয়ে আসো আমি তোমাকে নিয়ে যাবো।
তারপর দেখি আমার মা রেডি হচ্ছে আর আমি আমার মা'কে বলতেছি যে আমার বাবা যাবে কেনো। ঐ জায়গায় তো উনার জন্য না। তারপর আমি আমার মাকে বলছি যে এবার হজ করে যাওয়ার পর যদি একটু ভালো হয়। তারপর মা নিচে নেমে গেছে আর আমি নিচে নামার সময় আমার বাবা বলতেছে আমি তাওয়াফ করতে যাবো না। তারপর আমি চলে গেছি কিন্তু আমার বাবা যায়নি।
এখন উস্তায আমার প্রশ্ন হচ্ছে এইযে আমার বাবা এইভাবে নিষেধ করা এটা কি কোন কিছুর ইঙ্গিত ছিলো?